অর্থ আত্মসাতের মামলায় রাগীব আলী গ্রেফতার

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০১৬ ০৩:১৫:৫১

অর্থ আত্মসাতের মামলায় রাগীব আলী গ্রেফতার

সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইসহ ছয়জন অভিযুক্ত।শিল্পপতি রাগিব আলীকে ভারতের করিমগঞ্জে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তাকে দেশে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আদালত সূত্র জানিয়েছে, রাগিব আলী ভারতের করিমগঞ্জে গ্রেফতার হয়েছেন তা  সিলেটের মুখ্য আদালতের নকল শাখাকে মৌখিকভাবে জানিয়েছেন তার আইনজীবী। তিনি আরও জানিয়েছেন, ভারত থেকে দেশে এনে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে তাকে আদালতে হাজির করা হবে।

নিয়ম অনুযায়ী ৯০ দিনের বেশি ভারতে কেউ থাকতে পারবেন না। রাগিব আলী ১০ আগস্ট সিলেট থেকে পালিয়ে যাওয়ার পর ১০ নভেম্বর পর্যন্ত তার ৯০ দিন হয়ে যায়। পরে তিনি ভারতে করিমগঞ্জের ইমিগ্রেশনে ভিসার মেয়াদ বাড়াতে আসেন। ভিসার মেয়াদ না বাড়িয়ে তাকে গ্রেফতার করে ভারতের ইমিগ্রেশন পুলিশ।

ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে ১০ জুলাই  দায়ের করা দুটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয় । সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান অভিযোগপত্র দুটি আদালতে দাখিল করেন। ১০ আগস্ট শুনানি শেষে আদালত রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানা জারির পর ওইদিন বিকালে জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী ও তার ছেলেমেয়ে। পরবতীতে রাগীব আলীর ছেলে আবদুল হাই তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভারতের করিমগঞ্জ হয়ে জকিগঞ্জ কাস্টমস দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ ইমিগ্রেশন পুলিশ আব্দুল হা্ইকে গ্রেফতার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। এ রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে এ মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশও দেওয়া হয়।

প্রজন্মনিউজ২৪/কে এম এল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ