টুঙ্গিপাড়ায় কাউন্সিলর ছাত্রলীগ নেতা গ্রেফতার, পুলিশের গাড়ি ভাঙচুর

প্রকাশিত: ১৪ মে, ২০১৬ ০২:০০:২১

টুঙ্গিপাড়ায় কাউন্সিলর ছাত্রলীগ নেতা গ্রেফতার, পুলিশের গাড়ি ভাঙচুর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতারের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসা ঘেরাও, বিক্ষোভ মিছিল ও পুলিশের কাভার্ড ভ্যান ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার সকালে এসব বিক্ষিপ্ত ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশারাফ হোসেনে উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সোহাগ রানার সঙ্গে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রের কথা কাটাকাটি হয়। ওইদিন এ ঘটনা মীমাংসার জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটি একটি সালিশ বৈঠক করে। সালিশ বৈঠক চলাকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদিকে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আকরাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। রোববার সন্ধ্যায় পুলিশ ওই মামলায় টুঙ্গিপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম নুরুকে গ্রেফতার করে। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে স্থানীয় জনগণ টুঙ্গিপাড়া ইউএনও’র বাসভবন ঘেরাও করে। এ সময় তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক, এসআই মনির ও এসআই মুজাহিদের অপসরণের দাবিতে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় উত্তেজিত জনতা পুলিশের একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফিউল্লাহ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা কর্মসূচি প্রত্যাহার করে এবং সমস্যা সমাধানে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এ ব্যপারে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জা বলেন, প্রধান শিক্ষকের করা মামলায় পৌর কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করে। তার দাবি, ওই সময় পুলিশ আন্দোলনরত নারীদের সঙ্গে অশালীন আচরণ করে। প্রতিবাদে স্থানীয়রা ওসি মাহমুদুল হক, এসআই মনির ও এস আই মুজাহিদের অপসারণের দাবি জানায়। মেয়র বলেন, ‘খবর পেয়ে আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করি। বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়া হয়েছে।’ গোপালগঞ্জের এএসপি (সার্কেল) মো. আমিনুল ইসলাম পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত