ধর্মঘটের প্রথমদিনে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:০৬:৪৪

ধর্মঘটের প্রথমদিনে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল

ব্রিটিশ এয়ারওয়েজ সোমবার বলেছে, পাইলটদের দুদিনব্যাপী ধর্মঘটের প্রথমদিনে সংস্থাটি প্রায় সব ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বেতন নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে গত কয়েক মাসের প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি এই অবস্থায় আসার জন্য আমরা অত্যন্ত দুঃখিত।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা সমস্যা সমাধানে ব্রিটিশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসতে এখনো আগ্রহী। দুর্ভাগ্যবশত পাইলট অ্যাসোসিয়েশনের কাছ থেকে কোনো পাইলট ধর্মঘটে যাবেন কিংবা কারা কাজে আসবেন সে বিষয়ে বিস্তারিত না জানানোয় আমরা সব ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছি।’

ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা বেতন সংক্রান্ত তাদের দাবি দাওয়ার সুরাহা না হওয়ায় সোমবার থেকে দুদিনের ধর্মঘট শুরু করেছে।

এয়ারওয়েজের চার হাজার তিনশ পাইলটের দাবি নিয়ে গত নয় মাস ধরে আলোচনা চলে। কিন্তু সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তারা ধর্মঘট শুরু করে। এ কারণে ভোগান্তিতে পড়েছে প্রায় তিন লাখ লোক।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার উভয়পক্ষের প্রতি আলোচনার টেবিলে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। জুলাইয়ে এয়ারওয়েজের পক্ষ থেকে তিন বছরে ১১ দশমিক ৫ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে পাইলট অ্যাসোসিয়েশন।

এদিকে এর মধ্যে সমঝোতা না হলে অ্যাসোসিয়েশন আগামী ২৭ সেপ্টেম্বর আরো একদিনের ধর্মঘটের হুমকি দিয়ে রেখেছে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ