বাদামতলায় ট্যাংকলরীর ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৪২:৫৮

বাদামতলায় ট্যাংকলরীর ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থী আহত

খাইরুল বাশার, খুলনা : খানজাহানআলী থানাধীন বাদামতলায় তেলবাহি ট্যাংকলরীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্যাংকলরী চালক ও হেলপারকে আটক করেছে।

ট্যাংকলরী ও মোটরসাইকেল পুলিশ জব্দ করে হেফাজতে নিয়েছেন। আহতরা হচ্ছেন-জাহিদ হাসান ইমন (১৮) ও রবিউল ইসলাম (১৯)।

খানজাহানআলী থানার সেকেন্ড অফিসার এসআই সওকত আলী জানান, রোববার সকাল ১১ টায় ফুলবাড়ীগেট থেকে আসা মোটরসাইকেল (খুলনা মেট্রো ল-১২-২২১৭) বাদামতলা অতিক্রম করার সময় খুলনামুখি ট্যাংকলরী (কুষ্টিয়া ট-০৯-০০০৩) মোটরসাইকেলটি ধাক্কা দিলে ছিটকে রাস্তার ওপর পড়ে যায়।

এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় খানাজাহান আলী থানা পুলিশ ট্যাংকলরী চালক মো:রুবেল ও হেলপার মোবারক আলীকে আটক করেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল এবং ট্যাংকলরী পুলিশ হেফাজতে রয়েছে।

প্রজন্মনিউজ২৪/শেখ ফরিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ