রায়হান হত্যার একমাত্র আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০১৯ ০১:১৩:০১

রায়হান হত্যার একমাত্র আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

নুরুজ্জামান,সিলেট: সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আইডিয়াল হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র শেখ রায়হান আহমদ হত্যার একমাত্র আসামী জায়েদ আহমদ কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

রবিবার(৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ রায় প্রদান করেন মৌলভীবাজার জেলা দায়রা জজ আদালতের বিচারক শেখ আবু তাহের।২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারী দামী মোবাইল ফোন ছিনিয়ে নেবার লোভে এ হত্যাকান্ডের ঘটনা ঘটায় আসামী জায়েদ আহমদ।

জানা যায়,রাজনগর উপজেলার দক্ষিন খারপাড়া গ্রামের সৌদি প্রবাসী শেখ সেলিউর রহমানের ছেলে রায়হানকে ওয়াজ মাহফিলে যাবার কথা বলে আসামী জায়েদ উপজেলার সারমপুর গ্রামের ধান ক্ষেতে নিয়ে নির্মমভাবে হত্যা করে।পরে আসামীর স্বীকারোক্তি মোতাবেক রায়হানের লাশ উদ্ধার করে পুলিশ।

বাদী পক্ষের আইনজীবি আজাদুর রহমান বলেন, আসামী তার দোষ স্বীকার করায় এবং বয়স বিবেচনায় মাননীয় আদালত যাবজ্জীবন কারাদন্ড এবং সেই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। রায়ে বাদী সন্তুষ্ট না হলে আপিল করার সুযোগ রয়েছে।

প্রজন্মনিউজ২৪/শেখ ফরিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ