কাদেরপন্থিদের অনুপস্থিতিতে রওশনের পার্লামেন্টারি সভা স্থগিত

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:০৩:৩৯

কাদেরপন্থিদের অনুপস্থিতিতে রওশনের পার্লামেন্টারি সভা স্থগিত

জাতীয় পার্টির চেয়ারপারসন হিসেবে ঘোষিত হবার দুই দিন পর দলের পার্লামেন্টারি পার্টির বৈঠক ডেকেছিলেন রওশন এরশাদ। দুপুর ১টায় রওশনের পার্লামেন্ট অফিসে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু জিএম কাদেরপন্থিরা যোগ না দেয়ায় রওশন এরশাদের নেতৃত্বে পার্লামেন্টারি সভা স্থগিত করা হয়।

গত মঙ্গলবার জাতীয় পার্টির ভেতরের দ্বন্দ্বের ব্যাপারটি স্পষ্ট হয় যখন জিএম কাদের নিজেকে বিরোধী দলীয় নেতা হিসেবে ঘোষণা করার জন্য স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠান। এর পরদিন স্পিকারকে চিঠি দিয়ে কাদেরের চিঠিটি বিবেচনায় না নেয়ার আহ্বান জানান রওশন।

বৃহস্পতিবার রওশনকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেয়ার পর বিরোধী দলীয় নেতার পদ নিয়ে জিএম কাদেরের সঙ্গে রওশনের দ্বন্দ্ব চরমে ওঠে।

প্রজন্মনিউজ২৪/নাবিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ