খুলনায় বিবাহ বিচ্ছেদের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:২৬:২৩

খুলনায় বিবাহ বিচ্ছেদের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে

খাইরুল বাশার : খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) জুলাই পর্যন্ত গত সাড়ে ১০ বছরে ১৪ হাজার ৮৮টি বিয়ে বিচ্ছেদের তথ্য জমা পড়েছে। এ পরিসংখ্যানই বলে দিচ্ছে যে, সেখানে বিয়ে বিচ্ছেদের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিয়ে বিচ্ছেদে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি।

বিশেষজ্ঞদের মতে, পারিবারিক ও সামাজিক বিচ্ছিন্নতা, নৈতিক অবক্ষয়, সামাজিক দায়বদ্ধতার অভাব, পরকীয়া, নারী-পুরুষের উভয়ের ভারসাম্যহীন উচ্চাভিলাসী মনোভাব, পাশ্চাত্যের সাংস্কৃতিক ভাবধারার অনুকরণ, সাংসারিক বন্ধনের প্রতি উদাসিনতা, নারীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন, পারিবারিক অভিযোজনের আপোসহীন মনোভাবের কারণে বিয়ে বিচ্ছেদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 খুলনা সিটি করপোরেশনের সচিব আজমুল হক বলেন, গত ১০ বছরে ১৪ হাজার ৮৮টি বিয়ে বিচ্ছেদ হয়েছে। এর মধ্যে ২০০৯ সালে ৯৩২টি, ২০১০ সালে ৯৩৩, ২০১১ সালে ১০৭৪, ২০১২ সালে ১১৮১, ২০১৩ সালে ১২৫৪, ২০১৪ সালে ১৪১৯, ২০১৫ সালে ১৪০৪, ২০১৬ সালে ১৪৮৭, ২০১৭ সালে ১৫৯৫, ২০১৮ সালে ১৭১৯ এবং ২০১৯ সালের জুলাই পর্যন্ত ১০২০টি বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছে। তালাক দেওয়া পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি।

সেখানে শতকরা ৩০ ভাগ পুরুষ এবং নারীর সংখ্যা শতকরা ৭০ ভাগ। নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক ‍বিদ্যালয়ের এক শিক্ষিকা বলেন, ‘নিজের পছন্দে আমার বিয়ে হয়। কিন্তু সারাক্ষণ স্বামীর সন্দেহ ও পারিবারিক হস্তক্ষেপ মেনে নিতে পারিনি, যার কারণে স্বামীকে তালাক দেই।’

খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সহকারী অধ্যাপক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষক প্রকাশ চন্দ্র অধিকারী বলেন, পারিবারিক ও সামাজিক বিচ্ছিন্নতা, নৈতিক অবক্ষয়, সামাজিক দায়বদ্ধতার অভাব, নারী-পুরুষের উভয়ের ভারসাম্যহীন উচ্চভিলাসী মনোভাব, পাশ্চাত্যের সাংস্কৃতিক ভাবধারার অনুকরণ, সাংসারিক বন্ধনের প্রতি উদাসিনতা, পারিবারিক অভিযোজনের আপোসহীন মনোভাবের কারণে বিবাহ-বিচ্ছেদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ