খুলনায় কিশোরের চোখে বঙ্গবন্ধু ও বাংলাদেশ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:০৩:১২

খুলনায় কিশোরের চোখে বঙ্গবন্ধু ও বাংলাদেশ

খাইরুল বাশার : কিশোরের রংতুলিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে খুলনা মহানগরীতে। নগরীর সোনাডাঙ্গায় ফিসকিউ এবং খিচুড়ির ছাদ বারান্দায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আনন্দ উঠানের আয়োজনে শুরু হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে এই প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থি এতে অংশ নেয়।

আনন্দ উঠানের উদ্যোক্তা লেখক-সম্পাদক আঁখি সিদ্দিকা জানান, ছোটদের মাঝে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতেই এমন আয়োজন। শিশুর সৃজনশীল ও মননশীল জগত সৃষ্টির লক্ষে কাজ করছে আনন্দ উঠান।

বিকেলে সেরা আঁকিয়েদের পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দ উঠানের নির্বাহী পরিচালক আঁখি সিদ্দিকা সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুরিস্টক্লাব বাংলাদেশের সিইও, নাট্যজন কামাল খান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যাপক সৈয়দা লুৎফর নাহার ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল সিংহ রায়, হাবিব ইন্টারন্যাশনালের সত্বাধিকারী হাবিবুর রহমান, অপরাজিতা যুব কল্যান সংস্থার পরিচালক অনুপ কুমার মন্ডল প্রমুখ।

উল্লেখ্য শিশু-কিশোরদের আঁকা নির্বাচিত ছবি নিয়ে এই চিত্র প্রর্শনী চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ