বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৩৪:৪০

বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে নানা প্রতিকূল পরিবেশের মুখোমুখি হলেও বর্তমানে চরম কঠিন মুহূর্ত পার করছে দলটি।

বেশ কয়েকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বিএনপি এক দশকের বেশি সময় ধরে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। দেশের রাজনীতিতেও কার্যত কোণঠাসা। এছাড়া দলের প্রধান বেগম খালেদা জিয়া দেড় বছরের বেশি সময় ধরে কারাগারে। দ্বিতীয় প্রধান তারেক রহমান প্রায় একযুগ লন্ডনে নির্বাসিত রয়েছেন। এ রকম প্রতিকূল পরিস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে একদিকে যেমন হতাশা সৃষ্টি হয়েছে, অন্যদিকে অপেক্ষায় রয়েছেন সোনালী সকালের।

দলীয় সূত্র জানায়, ৪২ তম বছরে বিএনপির কাউন্সিল, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকার বিরোধী বৃহত্তর ঐক্য গঠন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ের মাধ্যমে নেতাকর্মীদের সোনালী সকাল উপহার দেয়ার লক্ষ্যে কাজ করছে বিএনপির হাই কমান্ড।

পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ আলম পাটোয়ারী বলেন, ‘এই যে দুইটা প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের মা আমাদের কাছে নেই, তাকে কারাগারে রাখা হয়েছে। আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে হাজার হাজার মাইল দূরে ভারাক্রান্ত হৃদয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে। এর পাশাপাশি সরকারের দমন-পীড়নে অধিকাংশ নেতাকর্মী ক্ষতিগ্রস্থ হচ্ছেন প্রতিনিয়ত। এসব পরিস্থিতির মধ্যেও আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, আমরা আগামীতে সোনালী সকালের স্বপ্ন দেখি।’

প্রজন্মনিউজ/দেলাওয়ার হোসাইন

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ