কুষ্টিয়ায় শ্লীলতাহানির অপমানে স্কুল ছাএীর আত্মহত্যা,লম্পট সুজ্জল গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ অগাস্ট, ২০১৯ ১০:৫১:৫২ || পরিবর্তিত: ২৯ অগাস্ট, ২০১৯ ১০:৫১:৫২

কুষ্টিয়ায় শ্লীলতাহানির অপমানে স্কুল ছাএীর আত্মহত্যা,লম্পট সুজ্জল গ্রেপ্তার

খাইরুল বাশার,কুষ্টিয়ায়: শ্লীলতাহানির অপমান সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে নবম শ্রেণির ছাত্রী ফাহিমা। মঙ্গলবার সকাল সদর উপজেলা জগতি এলাকায় নিজ শ্লীলতাহানির সামাজিক বিচার না পেয়ে ফাহিমা আত্মহত্যা করে।

এ ঘটনায় বুধবার দুপুরে লম্পট সুজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ফাহিমা খাতুন একই এলাকার ফারুক খানের মেয়ে। সে বাড়াদী মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিল।

এ ঘটনায় নিহতের পিতা ফারুক খান বাদী হয়ে আত্মহত্যা প্ররোচণার অভিযোগে দুই স্ত্রী ও এক সন্তানের পিতা অটোরিকশা চালক লম্পট সুজ্জলকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে লম্পট সুজ্জল ফাহিমাকে উত্ত্যোক্ত করত। মঙ্গলবার সকালে ফাহিমা প্রতিবেশীর বাড়িতে দুধ আনতে যাওয়ার পথিমধ্যে লম্পট সুজ্জল গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানায় ফাহিমা।

প্রজন্মনিউজ/দেলাওয়ার হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ