নতুন কবরের স্থান সংঙ্গট আজিমপুর কবরস্থানে

প্রকাশিত: ২৩ অগাস্ট, ২০১৯ ০৫:০৮:৪১ || পরিবর্তিত: ২৩ অগাস্ট, ২০১৯ ০৫:০৮:৪১

নতুন কবরের স্থান সংঙ্গট আজিমপুর কবরস্থানে

রাজধানীতে প্রায় দুই কোটি মানুষের বসবাস। এত মানুষের জন্যে ঢাকায় সরকারিভাবে কবরস্থান আছে মাত্র আটটি। এর মধ্যে সব থেকে বেশি মরদেহ দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। এ কবরস্থানটিতে মরদেহ দাফনের ধারণক্ষমতা পূরণ হয়ে গেছে অনেক আগেই। এখন, নতুন কবরের জন্য সাড়ে তিন হাত জমির বড়ই আকাল এ শহরে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) আজিমপুর কবরস্থানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আজিমপুর কবরস্থানটি রাজধানীর লালবাগ এলাকায় অবস্থিত। ইতিহাসবিদদের ধারণা, ঢাকা শহরের গোড়াপত্তনের সময়ই এ কবরস্থানটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এর নতুন ও পুরনো অংশ মিলিয়ে আয়তন প্রায় ৩৭ একর।

নতুন কবরের জন্য স্থান সংকুলান না হওয়ায় প্রতি দুই বছর পর পর পুরনো কবরই আবার নতুন করে খুঁড়ে সেখানেই মরদেহকে দাফন করা হচ্ছে। ফলে, হারিয়ে যাচ্ছে অনেকের প্রিয় বাবা-মা, ভাই-বোনসহ মৃত আত্মীয়-স্বজনের শেষ স্মৃতিটুকু। হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষটির মতো তার কবরটিও।

প্রজন্মনিউজ/দেলাওয়ার হোসাইান।

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ