বজ্রপাতে পোল্যান্ড নিহত ৪

প্রকাশিত: ২৩ অগাস্ট, ২০১৯ ১০:৫২:৪০

বজ্রপাতে পোল্যান্ড নিহত ৪

পোল্যান্ডে আচমকা শুরু হওয়া বজ্রঝড়ে শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ইউরোপীয় দেশটির টাত্রা পর্বতমালায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মর্মান্তিক এ ঘটনার সময় বেশিরভাগ হতাহতরা দেশটির অন্যতম জনপ্রিয় পর্বতচূড়া মাউন্ট জিয়ন্টে ওঠার জন্য একটি ধাতব ব্রিজের ওপর ছিলেন। এর ওপর আচমকা বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হন পর্বতারোহীরা। একই সময় পাশের দেশ স্লোভাকিয়াতেও বজ্রপাতে একজন মারা গেছেন।

পোলিশ প্রধানমন্ত্রী ম্যাথিউজ মোরাভেস্কি বলেন, সকালের পরিষ্কার আবহওয়া দেখে কেউ কল্পনাও করেনি এ ধরনের দুর্যোগ শুরু হতে পারে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মাউন্ট জিয়ন্ট ছাড়াও ওই অঞ্চলের আরও কয়েকটি জয়গায় বজ্রপাতে আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারে চারটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।শুক্রবার (২৩ আগস্ট) নিহতদের স্বরণে পোল্যান্ডে শোক দিবস পালন করা হচ্ছে।

প্রজন্মনিউজ/দেলাওয়ার হোসাইান।

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ