প্রত্যাবাসনে রোহিঙ্গাদের সাক্ষাৎকার শুরু

প্রকাশিত: ২০ অগাস্ট, ২০১৯ ০৫:৩০:০২

প্রত্যাবাসনে রোহিঙ্গাদের সাক্ষাৎকার শুরু

আগামী ২২শে আগস্ট প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত রোহিঙ্গাদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছেন ইউএনএইচসিআর (UNHCR) ও শরণার্থী ক্যাম্পের কর্মকর্তারা।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে কক্সবাজারের টেকনাফের শালবাগান এলাকায় ২৬ নম্বর ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাক্ষাৎকার শুরু হয়। ইউএনএইচসিআর ও শরণার্থী ক্যাম্পের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ১০টি দল এ কার্যক্রম চালাচ্ছেন। এ সময় তারা রোহিঙ্গাদের ঘরে ঘরে গিয়ে তাদের প্রত্যাবাসনের বিষয়টি অবহিত করেন।

বুধবার (২১ আগস্ট) পর্যন্ত এ সাক্ষাৎকার কার্যক্রম চলবে। আগামী ২২শে আগস্ট ৩ হাজার ৪শ' ৫০ জন রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য ছাড়পত্র দিয়েছে মিয়ানমার। এরই প্রেক্ষিতে প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে।

প্রজন্মনিউজ/দেলাওয়ার হোসাইন।

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ