ছাত্রদলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

প্রকাশিত: ২০ অগাস্ট, ২০১৯ ০৪:৩৩:৫৭

ছাত্রদলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এবারের কাউন্সিল উপলক্ষে এর আগে গত ১৭ ও ১৮ আগস্ট দুই দিনে ছাত্রদলের ১১০ জন ছাত্রনেতা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র ক্রয় করেন। এরমধ্যে সভাপতি পদে ৪২ জন ও সাধারণ সম্পাদক ৬৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

বিএনপির ভ্যানগার্ড হিসেবে খ্যাত জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। পুনঃতফসিল অনুযায়ী, ১৯ ও ২০ আগস্ট মনোনয়নপত্র জমা নেয়া হবে। ২২-২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩১ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

প্রসঙ্গত, এর আগে ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিলের ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বয়সসীমা নিয়ে সংগঠনের একটি অংশের টানা আন্দোলনের কারণে কাউন্সিল হয়নি।

প্রজন্মনিউজ/দেলাওয়ার হোসাইন।

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ