কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে তিন তালাক

প্রকাশিত: ২০ অগাস্ট, ২০১৯ ০৩:৩৫:৫৪

কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে তিন তালাক

কন্যা সন্তানের জন্ম দেয়ায় স্ত্রীকে তিন তালাক দেয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরে। রবিবার অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গাজিয়াবাদের পুলিশ সুপার নীরজ জাদাউন জানিয়েছেন, মাসুরি থানায় একটি এফআইআর দায়ের করা হয়।

অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীকে হেনস্থা করতো অভিযুক্ত ওই ব্যক্তি। এক মাস আগে কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী... অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে।' পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় এক কৃষক। গত বছর হাপুরে তার বিয়ে হয়। সম্প্রতি গাজিয়াবাদে গিয়ে থাকা শুরু করে ওই দম্পতি। শ্বশুরবাড়ির লোকজন ওই নারীর থেকে যৌতুক হিসেবে একটি গাড়ি দাবি করেছিল।

ওই নারীর অভিযোগ, কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরই তাকে বাপের বাড়ি ফিরে যেতে বলা হয়। শ্বশুরবাড়ির লোকেরা বলে, গাড়ি আনতে পারলে তবেই তিনি শ্বশুরবাড়ি যেতে পারবেন। দুটি পরিবারকে ডেকে সমঝোতার চেষ্টা করা হলেও তাতে সমাধান হয়নি।

এরপর শনিবার মেয়েটিকে তিন তালাক দেয় তার স্বামী। সে ও তার পরিবার মেয়েটিকে মারধরও করত বলে অভিযোগ।

তথ্য সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রজন্মনিউজ২৪/নাবিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ