যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৭ প্রতিনিধিকে জরিমানা

প্রকাশিত: ২০ অগাস্ট, ২০১৯ ০২:৪৯:২৪

যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৭ প্রতিনিধিকে জরিমানা

যশোর প্রতিনিধি ,নাহিদুল ইসলাম: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির ৭ প্রতিনিধিকে এক হাজার চারশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।

আদালতের পেশকার শেখ জালাল উদ্দীন জানান, দুপুর সোয়া ১টার দিকে হাসপাতাল চত্বরে অভিযান চালানো  হয়। এ সময় রোগীদের ভোগান্তির অভিযোগে বিভিন্ন ওষুধ কোম্পানির ৭ প্রতিধিনিকে আটক করা হয়। তাদের প্রত্যেকের নামে মামলা দিয়ে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

এদিকে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত ও ইরুফা সুলতানার নেতৃত্বে আলাদা ভ্রাম্যমাণ আদালত যশোরের খয়েরতলায় ৩টি ট্রাক ও একটি মোটরসাইকেল চালকের মোট আড়াই হাজার টাকা জরিমানা করেছেন।

গাড়ির রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স না থাকার কারণে মামলা দিয়ে এ জরিমানা করা হয়। একইদিন বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের স্টেডিয়ামপাড়ার রোজ গার্ডেন বিউটি পার্লারে অভিযান চালান।

এ সময় আদালত সেখানে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী পাওয়ায় পার্লার কর্তৃপক্ষকে ৫০০ টাকা জরিমানা করেন।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ