আব্রামকে আমার মতো পাগল বানাব: শাহরুখ

প্রকাশিত: ১২ অগাস্ট, ২০১৯ ০৯:১৩:০৩

আব্রামকে আমার মতো পাগল বানাব: শাহরুখ

বেশ কয়েকবছর ধরেই হিট ছবি উপহার দিতে পারছেন না শাহরুখ খান। তাই বলে তার দাম এতটুকুও কমেনি। তিনি বলিউড বাদশা আছেন এবং থাকবেন। সাধারণ এক ছেলে থেকে তার 'বলিউড বাদশা'র হয়ে ওঠার যাত্রা পথ মোটেও মসৃণ ছিল না। টিভি ধারাবাহিক থেকে পথ চলা শুরু, তারপর ধীরে ধীরে হিন্দি সিনেমার চিরাচরিত 'রোম্যান্টিক হিরো'র প্রতীক হয়ে ওঠেন শাহরুখ।

২৭ বছরের গৌরবময় বলিউড ক্যারিয়ার শাহরুখের। এখন প্রশ্ন তার তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামও কি তারই পথ অনুসরণ করবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, 'আমি আমার চিন্তা ভাবনা ওদের (আরিয়ান, সুহানা) উপর চাপিয়ে দিতে চাই না। আমি যেটা কষ্ট করে অর্জন করেছি, ভারতীয় সিনেমাকে যা কিছু দিয়েছি ওরা ওটাই কেন অনুসরণ করবে? ওরা নতুন কিছু শিখুক, নতুন কিছু করুক।'

শাহরুখ আরও বলেন, 'আমি একজন অভিনেতা হিসাবে সবসময়ই চাইব, আমার ছেলেমেয়ারা নতুন কিছু করবে। আমি কখনওই চাইব না, ওদের বাবা যেটা করেছে সেটা ভাঙিয়ে ওরা বেঁচে থাকুক।'

বড় ছেলে আরিয়ানকে নিয়ে কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, 'আরিয়ান সিনেমা বানাতে চায়। ওর আমার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। আমি ওকে বলেছি আমার সিনেমাটোগ্রাফার বন্ধু রবি বর্মনে কাছে গিয়ে ক্যামেরা শিখতে। ও এখন সেটাই করছে।'

সুহানার কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, 'সুহানা অভিনয় করতে চায়। এডিনবার্গে যে ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল চলছে, ও এখন সেখানেই রয়েছে। ও থিয়েটার করছে। টিস্ক স্কুল অফ আর্টস ভর্তি হতে চাইছে ও অভিনয় শিখতে চাইছে।'

সবার শেষে ছোট ছেলে আব্রামের পালা। আদরের সন্তানকে নিয়ে কিছুটা মজা করেই শাহরুখ বলেন, 'আমি ভীষণই খারাপ একজন মানুষ, তাই আমি চাই না আমার কোনও প্রভাব আমার ছেলেমেয়েদের উপর পড়ুক। তবে শুধু আব্রামকে আমি আমার মতোই পাগল বানাতে চাই। আমি আব্রামকে শেখাতে চাই কীভাবে কিং হয়ে উঠতে হয়।'

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ