ভারত সীমান্তের কাছে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ১২ অগাস্ট, ২০১৯ ০৮:৫৫:১৭

ভারত সীমান্তের কাছে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে পাকিস্তান

কাশ্মীর নিয়ে নয়া দিল্লির সঙ্গে যখন ইসলামাবাদের উত্তেজনা চলছে তখনই ভারতের লাদাখ সীমান্তের কাছে নিজেদের বিমান ঘাঁটিতে পাকিস্তান সামরিক সরঞ্জাম পাঠাতে শুরু করেছে।

সোমবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সরকারের একটি সূত্র জানিয়েছে, শনিবার লাদাখ সীমান্তের কাছে স্ক্যারাদু বিমান ঘাঁটিতে তিনটি সি-১৩০ পরিবহন বিমানে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান।  সীমান্ত এলাকায় পাকিস্তানের গতিবিধির ওপর নজর রাখছে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো।

ওই সূত্রগুলো আরো জানিয়েছে, পাকিস্তান সম্ভবত স্ক্যারাদু ঘাঁটিতে তাদের জেএফ-১৭ যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে।

অবশ্য অন্য সূত্র জানিয়েছে, পাক সামরিক এবং বিমান বাহিনীর একযোগে যুদ্ধ মহড়া চালানোর লক্ষ্যকে সামনে রেখে এ জাতীয় মোতায়েন করা হতে পারে। অবশ্য ইসলামাবাদ বা নয়াদিল্লি এ খবরকে এখনও নিশ্চিত করে নি।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ