উপস্থাপনায় ফেরদৌস-পপি

প্রকাশিত: ০৪ অগাস্ট, ২০১৯ ০৬:২২:২৮

উপস্থাপনায় ফেরদৌস-পপি

প্রথমবারের মতো উপস্থাপনা করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি। আসছে ঈদ উল আজহায় বিটিভির বিশেষ অনুষ্ঠান আনন্দমেলা যৌথভাবে উপস্থাপনা করেছেন পপি এবং চিত্রনায়ক ফেরদৌস। উপস্থাপনার পাশাপাশি দুজনেই দুটি গানের সঙ্গে পারফর্ম করেছেন। পপি নেচেছেন তার অভিনীত ‘রানী কুঠির বাকি ইতিহাস’ছবির ‘আমার মাঝে নেই এখন আমি’ গানের সঙ্গে। আর ফেরদৌস পারফর্ম করেছেন তার অভিনীত ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘সোনালি প্রান্তরে’ গানটির সঙ্গে।

একই অনুষ্ঠানে একটি গুজরাতি গানের সঙ্গে প্রায় ১৫ বছর পর বিটিভির ঈদ আনন্দমেলায় নৃত্য পরিবেশন করলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। তিনটি গানেরই কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। তারিন বলেন, ‘প্রায় ১৫ বছর পর পারফর্ম করলাম। খুব ভালো লাগছে। আরও ভালো লাগছে বিটিভির সেট ডিজাইন, অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি প্রযুক্তিগত উন্নতি দেখে।

আমার বিশ্বাস বিটিভির এই পরিবর্তন অন্য শিল্পীদেরও মুগ্ধ করবে, সবাই আবার বিটিভিমুখি হবেন। এজন্য আমি বিটিভি মহাপরিচালককে ধন্যবাদ জানাই, আর আনন্দমেলার সার্বিক ডিজাইনের জন্য প্রযোজকের প্রশংসা না করে পারছি না।’ উপস্থাপনা প্রসঙ্গে পপি বলেন, ‘প্রথমবারের মতো উপস্থাপনা করলাম। প্রথমবার তাই একটু ভয় ভয় করলেও পরে দারুণ মানিয়ে নিয়েছি আমি আর ফেরদৌস। পুরো অনুষ্ঠানটি আমরা বেশ উপভোগ করেছি। আমার বিশ্বাস দর্শকরাও এবারের ঈদ আনন্দমেলা দারুণ উপভোগ করবেন।’

ফেরদৌস বলেন, ‘আনন্দমেলার উপস্থাপনা আগেও করেছি। পারফর্মেন্স করেছি। প্রতিবার চেষ্টা করেছি ভিন্নধর্মী পারফর্মেন্স করার। এবারও সেই চেষ্টা  ছিল। পপির সঙ্গে উপস্থাপনাটাও দারুণ উপভোগ করেছি। নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে এবারের ঈদ আনন্দমেলা।’ এবারের ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদ উল আজহার রাত দশটার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

এ সম্পর্কিত খবর

চ্যানেল টোয়েন্টিফোরের বরকতময় রমজান-এ

এবার রংপুরে কৃষকের ঈদ আনন্দ

খুলনা সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

রাবিতে ইএসডিও-স্ট্রিট ফুডের 'প্রকল্প সমাপনী কর্মশালা' অনুষ্ঠিত

 বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চবিতে নীতি সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত

ফিলিস্তিন'র সমর্থনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)

শিক্ষাদানে নবীজির অনুপম আদর্শ

বার্সেলোনায় বাংলাদেশি যুবকদের ওপেন কনসার্ট

বেরোবিতে ইতিহাস ও প্রত্নতত্ব বিভাগের অভিনব প্রেজেন্টেশন

জবি শিক্ষার্থী খাদিজার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৩০ নভেম্বর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ