মশা হত্যা না করতে অনুরোধ

প্রকাশিত: ০৪ অগাস্ট, ২০১৯ ১২:৩৯:৪৩

মশা হত্যা না করতে অনুরোধ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মশা। কেননা, সম্প্রতি বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু।

এরই মধ্যে বাংলাদেশে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েক হাজার মানুষ। অনেকের মৃত্যুও হয়েছে এই রোগে।   ডেঙ্গুর ভয়াবহতা যখন দিনের পর দিন বাড়ছে। ঠিক তেমনই এক সময়ে মশা না মারার অনুরোধ জানালেন ফ্রান্সের এক প্রাণী অধিকার কর্মী।

তিনি বলছেন, ‘কোনওভাবেই মশা হত্যা করা উচিৎ না। তার মতে, মানুষকে মশার কামড়কে রক্তদান হিসেবে বিবেচনা করা উচিত।’ ওই ব্যক্তি ফ্রান্সের একটি টেলিভিশনে কাজ করেন। তার নাম আইমেরিক ক্যারন। তিনি দাবি করেন, ‘পোকামাকড়গুলো তাদের ডিমের প্রোটিন যোগান দিতেই মানবদেহের রক্ত খায়।’

তার মতে,“প্রাণী প্রেমিকদের পোকামাকড়কে কামড়ের অনুমতি দেওয়া উচিত। তবে তা আফ্রিকা বাদে। যেখানে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।”তিনি বলেন, “কেউ বিষয়টি এভাবে বিবেচনা করতে পারেন, মাঝে মাঝে একটি পোকামাড়কের কামড় হচ্ছে রক্তদান। যে কেবল তার সন্তানকে পুষ্ট করার চেষ্টা করছে। এটি কোনও নাটক না।’’

তার পরামর্শ, মশা হত্যা না করে বরং কামড় এড়াতে প্রাকৃতিকভাবে তাড়াতে এমন কিছু উপকরণ যেমন: সাইট্রোনেলা, ল্যাভেন্ডার তেল বা রসুন ব্যবহার করা যায়।

অবশ্য ব্রিটিশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপ-অ্যানিম্যাল ইক্যুয়ালিটির প্রধান টনি ভার্নেলি ক্যারনের এমন বক্তব্যের বিরোধিতা করে বলেন, ‘এ ধরনের পরজীবী ম্যালেরিয়া বহন করে এবং বছরে কয়েক মিলিয়ন লোককে হত্যা করে।’

সূত্র: দ্য সান

প্রজন্মনিউজ২৪/শেখ ফরিদ

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ