মিঠুন-মুশফিকের ফিফটিতে বাংলাদেশের জয়

প্রকাশিত: ২৩ জুলাই, ২০১৯ ০৬:২৯:০৩

মিঠুন-মুশফিকের ফিফটিতে বাংলাদেশের জয়

মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিমের জোড়া ফিফটি বাংলাদেশের জয়। শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি জোরদারের ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। সোমবার শ্রীলংকার কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে স্বাগতিক দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন দাসুন সানাকা। তার ইনিংসটি ৬৩ বলে ছয়টি চার ও ৬টি ছক্কায় সাজানো।

এছাড়া ৭৮ বলে পাঁচটি চারের সাহায্যে ৫৬ রান করেন শিহান জয়সুরিয়া। ৩২ রান করেন ভানুক রাজাপাকশে। আর ২৬ রান করেন দানুস্কা গুনাথিলাকা। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও সৌম্য সরকার। টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৫ রান সংগ্রহ করে ফেরেন সৌম্য সরকার। এরপর ১৩ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার তামিম ইকবাল। ৪৭ বলে ৩৭ রান করেন তামিম। আর মাত্র ১৩ রানে ফেরেন সৌম্য।

এরপর তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন। ইনিংসের শুরু থেকে অনবদ্য ব্যাটিং করে যাওয়া জাতীয় দলের নির্ভর যোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ফিফটি তুলে নেন। কিন্তু অর্ধশতক হাঁকানোর পর ডি সিলভার লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান। তার আগে ৪৬ বলে ৬টি চার ও এক ছক্কায় ৫০ রান করেন মুশফিক।

মুশফিকের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ফের জুটি গড়ে তোলেন মিঠুন। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৯৬ রান। আকিলা ধনাঞ্জয়ার অফ স্পিনে কাবু হয়ে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। তার আগে ৩৭ বলে তিনটি চারের সাহায্যে ৩৭ রান করেন রিয়াদ। দলকে জয়ের পথে নিয়ে যান মোহাম্মদ মিঠুন। অনবদ্য ব্যাটিং করে সেঞ্চুরির পথেই ছিলেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।

কিন্তু দুর্ভাগ্য ভালো খেলা সত্ত্বেও শতরানের মাইলফলক স্পর্শ করার আগেই সাজঘরে ফেরেন তিনি। প্যাভেলিয়নে ফেরার আগে ১০০ বলে ১১টি চার ও এক ছক্কায় ৯১ রান করেন মিঠুন। তার বিদায়ের পর দলের জয় নিশ্চিত করেন সাব্বির রহমান রুম্মন ও মোসাদ্দেক হোসেন সৈকত।

প্রজন্মনিউজ২৪/মামুন

এ সম্পর্কিত খবর

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

হারের দায় মুস্তাফিজের কাঁধে দিতে চান না অধিনায়ক

আফ্রিকায় বাংলাদেশি বক্সারের স্বর্ণজয়

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করা হয়েছে তা সর্বজনবিদিত

পর্যটক ও ব্যবসায়ীদের বর্জ্যে নষ্ট হচ্ছে সৈকতের পরিবেশ

হাতিয়াতে ভোট ছাড়াই জয়ী হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস-চেয়ারম্যান

গ্রাহকের ২ লাখ টাকার ফ্যামিলি ট্রিপের স্বপ্ন পূরণ করলো রিয়েলমি

পাকিস্তান অধিনায়ক বাবরের বিশ্বরেকর্ড

নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে, নতুন এয়ারলাইন্স ‘ফ্লাই ঢাকা’

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ