সৌম্যর পর সাজঘরে তামিম

প্রকাশিত: ২৩ জুলাই, ২০১৯ ০৪:৩৩:১০

সৌম্যর পর সাজঘরে তামিম

শুরুটা দারুণ পেয়েছিল বাংলাদেশ।একপ্রান্তে ধরে খেলছিলেন সৌম্য সরকার। অপর প্রান্তে মারমুখী ছিলেন তামিম ইকবাল। তবে সৌম্য ফিরতেই পথচ্যুত বাংলাদেশ। সেই রেশ না কাটতেই সাজঘরে ফিরলেন ড্যাশিং ওপেনার। সেই লাহিরু কুমারার বলে কাসুন রাজিথাকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ফেরার আগে করেন ৬ চারে ৩৭ রান।

এ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভারে ২ উইকেটে ৯৮ রান করেছে বাংলাদেশ। মোহাম্মদ মিঠুন ১২ ও  মুশফিকুর রহিম ৩০ রান নিয়ে ব্যাট করছেন। মূল সিরিজ মাঠে গড়ানোর আগে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ।

লংকানদের দেয়া ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুভসূচনা করেন টাইগাররা। ভালো শুরুর পর হঠাৎ সাজঘরে ফেরেন সৌম্য। লাহিরুর বলে আমিলা অপোন্সোকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দলীয় ৪৫ রানে ফেরার আগে করেন ১৩।

এর আগে বল হাতে প্রস্তুতির শুরুটাও দুর্দান্ত হলেও শেষ পর্যন্ত তা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ। এ সুযোগ কাজে লাগিয়ে বড় সংগ্রহ গড়ে শ্রীলংকা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করে তারা। সোমবার কলম্বোর পি সারা ওভালে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন লংকানরা। ফলে প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ