প্রকাশিত: ২০ জুলাই, ২০১৯ ০১:০৪:১২
রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার (২০ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডার কাঁচাবাজারের সড়কে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছেলেধরা সন্দেহে এক নারী গণপিটুনির শিকার হয়েছেন। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, উত্তর বাড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদরাসা পাশাপাশি। সেখানে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনজন বোরকা পরিহিত নারী যান। তারা স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করেন। বাধার মুখে দু’জন পালিয়ে গেলেও আরেক গণপিটুনির শিকার হন।
এবার ভারতকে যুক্তরাষ্ট্রের বার্তা
‘তথ্য পেতে শরীর দেন অনেক নারী রিপোর্টার’
উত্তরপূর্ব ভারতে বিক্ষোভ চলছেই আসামে নিহত ৫
নাশকতার নামে কারাবন্দি ছাত্র্রদলের ২ নেতার নামে মামলা:রিজভী
নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল এমপি
বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ২৯তম শেখ হাসিনা
অগ্নিগর্ভ আসাম: অনিশ্চিত জাপানি প্রধানমন্ত্রীর ভারত সফর