রোহিঙ্গা শরণার্থীরা কোথায় জানেন না ট্রাম্প

প্রকাশিত: ১৯ জুলাই, ২০১৯ ০৪:০১:৫০ || পরিবর্তিত: ১৯ জুলাই, ২০১৯ ০৪:০১:৫০

রোহিঙ্গা শরণার্থীরা কোথায় জানেন না ট্রাম্প

রোহিঙ্গাদের নিপীড়নের অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধানসহ চার জেনারেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে গত মঙ্গলবার। এর পরদিন সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, রোহিঙ্গাদের পুনর্বাসনে তাঁর পরিকল্পনা কী? এর জবাবে তিনি বলেছেন, ‘সেটা আসলে ঠিক কোথায়?’

ধর্মীয় কারণে নির্যাতনের শিকার চীন, তুরস্ক, উত্তর কোরিয়া, মিয়ানমারসহ ১৭টি দেশের কয়েকজন বুধবার ট্রাম্পের সঙ্গে তাঁর হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাৎ করেন। এর মধ্যে একজন ছিলেন রোহিঙ্গা। তিনি বাংলাদেশের একটি রোহিঙ্গা শিবির থেকে গেছেন বলে ট্রাম্পকে জানান। তাঁদের ওই সাক্ষাতের একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, ওই রোহিঙ্গা নিজের পরিচয় দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চাইছেন, মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আপনার পরিকল্পনা কী? জবাবে প্রেসিডেন্ট বলেন, ‘সেটা আসলে ঠিক কোথায়?’ এ সময় ট্রাম্পের পাশে দাঁড়ানো অপর একজন বলেন, ‘বার্মার পাশে’।

প্রজন্মনিউজ২৪/নাবির্ল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ