‘অভিজ্ঞ’ বাংলাদেশ শ্রীলঙ্কায় মোসাদ্দেকের ফেবারিট

প্রকাশিত: ১৮ জুলাই, ২০১৯ ০৪:৩৪:১৪

‘অভিজ্ঞ’ বাংলাদেশ শ্রীলঙ্কায় মোসাদ্দেকের ফেবারিট

মোসাদ্দেক হোসেন শ্রীলঙ্কা সিরিজে নিজেদের এগিয়ে রাখছেন। সাম্প্রতিক রেকর্ড ঠিক নয়, মোসাদ্দেক বাংলাদেশকে ফেবারিট মানছেন অন্য দুটি কারণে এবার বিশ্বকাপে ১০ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান আটে।

১ পয়েন্ট বেশি নিয়ে শ্রীলঙ্কা টুর্নামেন্ট শেষ করেছে ছয়ে থেকে। পয়েন্ট তালিকা বলছে, পেছনের সারির দলগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা তুলনামূলক এগিয়ে। যদিও এগিয়ে থাকা মানেই যে লঙ্কানরা খুব ভালো খেলেছে, সেটি বলার উপায় নেই। তারা ২টি পয়েন্ট উপহার পেয়েছে বৃষ্টির কল্যাণে।

ব্রিস্টলে ম্যাচটা বৃষ্টিতে ভেসে না গেলে বোঝা যেত শক্তিমত্তায় শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ এখন কতটা এগিয়ে। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তিন সাক্ষাতে প্রতিবারই লঙ্কানদের হারিয়েছে বাংলাদেশ। এ পরিসংখ্যান দেখে অনেকে ধরে নিয়েছিলেন, ব্রিস্টলে শ্রীলঙ্কাকে হারাতে পারত বাংলাদেশ।

যেটি হয়নি সেটি ভেবে আর কী হবে! দুয়ারে শ্রীলঙ্কা সিরিজ। এই সিরিজে বাংলাদেশ কতটা এগিয়ে থাকবে? ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন আসন্ন শ্রীলঙ্কা-সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন, ‘সবদিক দিয়ে যদি চিন্তা করেন, এই সিরিজে আমরা ফেবারিট থাকব। খুব ভালো একটা সিরিজ আশা করছি।’

প্রজন্মনিউজ২৪/মামুন

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ