মৌলভীবাজারের জুড়ীতে পাশের হার ৬২.৫৭

প্রকাশিত: ১৮ জুলাই, ২০১৯ ০৩:২০:০৯

মৌলভীবাজারের জুড়ীতে পাশের হার ৬২.৫৭

মেহেদী হাসান মারুফ, জুড়ী প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফল অনুযায়ী জুড়ী উপজেলায় ১৩৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৪১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬২.৫৭ ভাগ। জিপিএ-৫ রয়েছে ২টি। 

জুড়ী কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণকারী তিনটি কলেজের মধ্যে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ১০৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ২টি জিপিএ-৫ সহ ৬৭২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। তাদের পাসের হার ৬২.১১। 

হযরত শাহ নিমাত্রা (রঃ) সাগরনাল-ফুলতলা মহাবিদ্যালয়ের ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৭৮ জন। পাসের হার ৫০.৬৫ এবং আপ্তাব উদ্দিন-আমিনা খাতুন কলেজের ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৯১ জন। পাসের হার ৮৪.২৬। 

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় হযরত শাহ খাকী (রঃ) ইসলামিয়া মাদ্রাসার ৪১ জনের মধ্যে ৪০ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৯৭.৫৬, সাগরনাল সিনিয়র মাদ্রাসার ২৫জনের মধ্যে ২৩ জন পাস করে। পাসের হার ৯২.০০ এবং নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসায় ৬৬ জনের মধ্যে ৫৮জন উত্তীর্ণ হয়। পাসের হার ৮৭.৮৮। 

প্রজন্মনিউজ২৪/নাবিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ