ফিলিপাইনে ডেঙ্গুতে প্রায় ৫০০ জনের মৃত্যু

প্রকাশিত: ১৭ জুলাই, ২০১৯ ০১:০৯:২১ || পরিবর্তিত: ১৭ জুলাই, ২০১৯ ০১:০৯:২১

ফিলিপাইনে ডেঙ্গুতে প্রায় ৫০০ জনের মৃত্যু

ফিলিপাইনে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। দেশটিতে গত ছয় মাসে এক লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ জারি করেছে ফিলিপাইন সরকার।

এ ব্যাপারে সিএনএন'র প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের চারটি অঞ্চলে মহামারী ঘোষণা করা হয়েছে। এগুলো হলো, মিমারোপ, পশ্চিম ভিসায়াস, কেন্দ্রীয় ভিসায়াস এবং উত্তর মিন্দানাও। এ অঞ্চলগুলোতে বিশ মিলিয়নেরও বেশি লোক বসবাস করছে।

এদিকে, স্বাস্থ্য কর্মকর্তারা দুর্গত অঞ্চল পরিদর্শন করেছেন। তবে তারা বলছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ডেঙ্গু এখনও জাতীয় মহামারী হয়নি। সমস্যাটি এখনও "স্থানীয়" মহামারী পর্যায়ে আছে।

প্রজন্মনিউজ২৪/শেখ ফরিদ

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ