হাঁটু পনিতে জুড়ী উপজেলা পরিষদের কার্যক্রম অব্যাহত

প্রকাশিত: ১৬ জুলাই, ২০১৯ ০৫:০২:১২

হাঁটু পনিতে জুড়ী উপজেলা পরিষদের কার্যক্রম অব্যাহত

গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলা বন্যা পানিতে নিমজ্জিত। পানির নিচে রয়েছে জায়ফরনগর ও পশ্চিম জুড়ী ইউনিয়নের হাওর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম। এদিকে জুড়ী উপজেলা পরিষদে প্রাঙ্গণে রয়েছে হাঁটু পানি।

সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার কর্মকর্তারা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত। আরোও দেখা যায়, বন্যার হাঁটু পানি মাড়িয়েও উপজেলা পরিষদে বিভিন্ন কাজে আসছেন দুর-দূরান্তের লোকজন।

উপজেলা পরিষদের কৃষি অফিসে বড়ধামাই থেকে আসা কামরুল ইসালাম জানান, জরুরি কৃষি সংক্রান্ত একটি ডকুমেন্টের জন্য আসছি। এত পানির মাঝেও এসে কাজ হয়েছে। বন্যার মাঝে অফিস খুলা থাকায় ধন্যবাদ তাদেরকে।

প্রজন্মনিউজ২৪/মামুন

 

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ