বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ‘বাজে সময়’ অপেক্ষা করছে : আফ্রিদি

প্রকাশিত: ২৯ জুন, ২০১৯ ০১:৪৯:০৫

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ‘বাজে সময়’ অপেক্ষা করছে : আফ্রিদি

চলতি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। পাশাপাশি জন্ম দিয়েছে নানা তর্ক-বিতর্ক-সমালোচনা। তবে শেষ চারের দৌড়ে এখনও টিকে আছে সরফরাজের দল। বিশ্বকাপে লিগ পর্বে পাকিস্তানের বাকি রয়েছে দুটি ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে দলটি পাচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশকে।

তবে ৫ জুলাই নিজেদের শেষ ম্যাচে টাইগারদের বিপক্ষে ‘বাজে সময়’ অপেক্ষা করছে বলে হুঙ্কার দিয়ে রাখছেন পাকিস্তানেরই সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

এআরওয়াই নিউজের একটি প্রোগ্রামে আফ্রিদি বলেন, ‘আমার কাছে তারা (বাংলাদেশ) এই টুর্নামেন্টে অসাধারণ পারর্ফম করা একটি দলটি ও তারা নিয়মিত ভালো খেলেছে। ফলে আসছে ম্যাচে পাকিস্তানকে তারা কঠিন সময় উপহার দিতে পারে।’

অবশ্য নিজ দল পাকিস্তান কিভাবে ভালো করবে সেটিও বলে দিয়েছেন এই কিংবদন্তি, ‘তাদের কীভাবে সেমিতে কোয়ালিফাইং করতে হবে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। মনে রাখতে হবে দুটি ম্যাচ পাড়ি দিতে হবে। ম্যাচে দলকে ইতিবাচক খেলা মনোবল ভালো রাখতে হবে।’

প্রজন্মনিউজ২৪/নাবিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ