ধানের বস্তায় ৪টি অস্ত্রসহ যুবক আটক

প্রকাশিত: ২৫ জুন, ২০১৯ ০৩:৩৯:২৮

ধানের বস্তায় ৪টি অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফে চারটি অস্ত্রসহ আফসার কামাল (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। অস্ত্রগুলো ধানের বস্তার ভিতর বিশেষ কায়দায় লুকানো ছিল।

আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউপির রঙ্গিখালীস্থ হেলাল উদ্দিনের মালিকাধীন ‘ভাই ভাই অটো রাইস মিল’ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আটক আফসার কামাল রঙ্গিখালী গ্রামের ফরিদ আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২নং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, রাতে গোপন সংবাদের খবর পেয়ে বিজিবির সদস্যরা ‘ভাই ভাই অটো রাইস মিলে’ অভিযান চালান। এ সময় মিলে থাকা ধানের বস্তার ভিতর বিশেষভাবে লুকানো চারটি দেশীয় তৈরি অস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ আফসার কামালকে আটক করা হয়।

আটকের পর ওই যুবককে অস্ত্রসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

প্রজন্মনিউজ২৪/নাবিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ