আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯

পরিসংখ্যানে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

প্রকাশিত: ১৯ জুন, ২০১৯ ১২:৪১:০২

পরিসংখ্যানে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

১. ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৭০বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে জয়ের পাল্লা ভারী দক্ষিণ আফ্রিকার। নিউজিল্যান্ড ২৪ জয়ের বিপরীতে তাদের জয় ৪১ ম্যাচে। বাকি ৫ ম্যাচ ফলহীন।

২. বিশ্বকাপে মুখোমুখি দেখায় আবার এগিয়ে নিউজিল্যান্ড। ৭ ম্যাচে নিউজিল্যান্ডের জয় ৫ ম্যাচে আর দক্ষিণ আফ্রিকার ২ ম্যাচে।

. দলীয় সর্বোচ্চ

নিউজিল্যান্ড : ২৯৯/৬, অকল্যান্ড, ২০১৫

দক্ষিণ আফ্রিকা : ৩২৪/৪, সেঞ্চুরিয়ন, ২০০০

. দলীয় সর্বনিম্ন

নিউজিল্যান্ড : ১১২/১০, ওয়েলিংটন, ২০১৭

দক্ষিণ আফ্রিকা : ১০৮/১০, মুম্বাই, ২০১৬

. সর্বোচ্চ রান

স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড)- ১২৮০ রান

জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)- ১৪৪৯ রান

. সেরা ইনিংস

মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ১৮০* রান

ডেভিড কালাহান (দক্ষিণ আফ্রিকা)- ১৬৯* রান

. সর্বোচ্চ উইকেট

ক্রিস কেয়ার্নস (নিউজিল্যান্ড)- ৩৩ উইকেট

শন পোলক (দক্ষিণ আফ্রিকা)- ৪৮ উইকেট

. সেরা বোলিং

কাইল মিলস (নিউজিল্যান্ড)- ৫/২৫

মাখায়া এনটিনি (দক্ষিণ আফ্রিকা)- ৫/৩১।

প্রজন্মনিউজ২৪/মামুন

         

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন