লক্ষ্মীপুরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ জুন, ২০১৯ ০৪:৪৯:২৫

লক্ষ্মীপুরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত

আলমগীর হোসেন জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গ্রামে গ্রামে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বিকালে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের ফসল সয়াবীন, জাত বারি সয়াবীন-উন্নমানের ডাল ,তেল ও মসলা বীজ উৎপাদন ও সংরক্ষণ করার উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

জাত বারী সয়াবীন-৫ ও ডাল,তেল,মসলা উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণ (৩য় পর্যায়ে) প্রকল্পের আওতায় এ মাঠ দিবসের আয়োজন করে। স্থানীয় কৃষক আবদুর বারেক ব্যাপারী সভাপতিত্বে সয়াবীন বীজ সংরক্ষণও ২৫ কেজিতে দুই হাজার পাঁচ শত মণ সয়াবীন উৎপাদন মাঠ দিবসে উপসহকারী খাজা মাইন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলার উপরিচালক ডি.এ.ই বেলাল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন জেলার অতিরিক্ত উপপরিচালক কিশোর কুমার মজুমদার,প্রশিক্ষণ অফিসার ড:সফি উদ্দিন, উপসহকারি কৃষি কর্মকর্তা ইয়াসীন আরাফাত , দেলোয়ার হোসেন উপজেলা কৃষি অফিসার হাসান ইমান সহ বক্তব্য রাখেন।

পজন্মনিউজ২৪/শেখ ফরিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ