ডিআইজি মিজানের বিষয়ে তদন্ত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৮ জুন, ২০১৯ ০৪:৪০:২৬

ডিআইজি মিজানের বিষয়ে তদন্ত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘পুলিশের ডিআইজি মিজানের বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্তের পর তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ডিআইজি মিজানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়। সবার জন্যই আইন সমান গতিতে চলবে। তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হন আর যেই হন না কেন। তাঁকে আইনের আওতায় আসতেই হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিআইজি মিজানের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনের হাত থেকে কেউই রেহাই পায়নি। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। এটি আপনারা ইতোমধ্যেই দেখেছেন।’

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তাঁর ভাগ্নে অপহরণের বিষয়ে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। ভাগ্নেকে উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমরা অনুসন্ধান করে দেখছি। এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। অনেক সময় বিভিন্ন কারণে কেউ কেউ আত্মগোপনে যায়। বিষয়টি আমরা গুরুত্ব দিয়েই দেখছি।’

প্রজন্মনিউজ২৪/নাবিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ