আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯

‘মস্তিষ্কহীন’সরফরাজ বললেন শোয়েব আখতার

প্রকাশিত: ১৭ জুন, ২০১৯ ০৪:১২:১৬

‘মস্তিষ্কহীন’সরফরাজ বললেন শোয়েব আখতার

পরিসংখ্যান বদলালো না। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে হারের ধারা অব্যাহত পাকিস্তানের। গতকাল রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিরুদ্ধে ৮৯ রানে হারের পর ক্ষোভের আগুন জ্বলছে পাকিস্তানের ক্রিকেট অনুরাগীদের মধ্যে। দলকে সমালোচনায় বিদ্ধ করতে ছাড়ছেন না সাবেক পাকিস্তানি ক্রিকেটাররাও।

ম্যাচ হারের পর পাকিস্তানের অধিনায়ক সরফরাজকে নজিরবিহীন আক্রমণ করে বসলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। পাকিস্তানি দলনায়কের অধিনায়কত্বকে ‘মস্তিষ্কহীন’ বলে খোঁচা দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। একইসঙ্গে দেশের ক্রিকেট ম্যানেজমেন্টকে ‘অপদার্থ’ আখ্যা দিয়ে বিস্ফোরক আখতার।

ওল্ড ট্র্যাফোর্ডের বাইশ গজে টস জিতে সরফরাজের প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত মোটেই মেনে নিতে পারেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এ প্রসঙ্গে দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ টেনে আনেন আখতার। তার কথায় সেবার ফাইনালে টস জিতে যে ভুলটা করেছিল ভারত অধিনায়ক কোহলি, সেই একই ভুলটা এদিন করে বসল সরফরাজ। তবে শুধু অধিনায়ক সরফরাজ নন, শোয়েবের খোঁচা থেকে বাদ যাননি পাকিস্তানি বোলাররাও।

বোলারদের একহাত দিয়ে সাবেক তারকা পেসার জানান, পরিকল্পনাহীন বোলিং সেইসঙ্গে অনিয়ন্ত্রিত লাইন-লেংথে দলকে ডুবিয়েছে বোলাররা। হাসান আলিকে নিয়ে বলতে গিয়ে শোয়েব জানান, ওর বলে গতিও যথেষ্ট নেই, সেইসঙ্গে লেংথের অভাব। স্বল্প উচ্চতার কারণে হাসানের লাইন-লেংথে প্রভাব পড়ে বলে জানান ওয়ানডে ক্রিকেটে ২৪৭ উইকেটের মালিক।

আখতার সমালোচনায় বিদ্ধ করেছেন সবচেয়ে সফল বোলার মোহম্মদ আমিরকেও। তার মতে, তিন উইকেট নিলেও আমির কখনোই ভারতীয় ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি। ভারতীয় ব্যাটসম্যানরা খুব সহজেই আমিরের মোকাবিলা করেছেন বলে মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

প্রজন্মনিউজ২৪/ মামুন

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ