ফিলিস্তিনের সমস্যা সমাধানে এশিয়ার নেতাদের এগিয়ে আসতে বললেন এরদোগান

প্রকাশিত: ১৭ জুন, ২০১৯ ০১:০০:৩৬

ফিলিস্তিনের সমস্যা সমাধানে এশিয়ার নেতাদের এগিয়ে আসতে বললেন এরদোগান

দীর্ঘদিন ধরে ইহুদিবাদী দেশ ইসরাইলের দখলদারিত্ব আর আগ্রাসনের শিকার ফিলিস্তিনের সমস্যা সমাধানে এশিয়ার নেতাদের এগিয়ে আসতে বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তাজাকিস্তানে অনুষ্ঠিত কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) ৫ম সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এতে চীন, রাশিয়া ও ইরানসহ এশিয়ার ২৭ দেশের রাষ্ট্রপ্রধান অংশগ্রহণ করেন। খবর আনাদোলুর।

সম্মেলনে আঞ্চলিক বিভিন্ন সমস্যা তুলে ধরার পর মধ্যপ্রচ্যে যুগ যুগ ধরে দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর নির্যাতনের শিকার ফিলিস্তিনের সমস্যা সমাধানে সবার দৃষ্টি আকর্ষণ করে এর একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান চান।

জাতিসংঘের ব্যর্থতার পর এখন এশিয়ার নেতাদেরই এ সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতে হবে।

তাজাকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমোনের আমন্ত্রণে দেশটির রাজধানী দুশানবেতে গত ১৫ জুন ২৭ জাতির এ সম্মেলনে এশিয়ার নেতারা অংশ নেন।

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের পশ্চিমতীর ও জেরুজালেমের একটি অংশ দখল করে রাখে ইসরাইল।

২০১৭ সালে ট্রাম্পের নির্দেশে ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করলে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী দেশটির আগ্রাসন আরও বাড়তে থাকে।

প্রজন্মনিউজ২৪/নাবিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ