আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯

মুশফিককে নিয়ে আশার আলো

প্রকাশিত: ১৬ জুন, ২০১৯ ০৫:৪৩:০২

মুশফিককে নিয়ে আশার আলো

সাকিব আল হাসানের পর মুশফিকুর রহিমের চোট বাংলাদেশ দলের জন্য ছিল একটা বড় ধক্কা। বাংলাদেশ দলের এই নির্ভরযোগ্য ক্রিকেটার গতকাল শনিবার সকালে অনুশীলনে হাতের কব্জিতে আঘাত পেয়েছিলেন। হাতে বল লাগায় দ্রুত নেট ছেড়ে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন তিনি।

আশার কথা, মুশফিকের হাতে কোনো চিড় ধরা পড়েনি। এক্স-রে রোপর্টে তা দেখা গেছে। তবে তাঁর হাত এখনো ফোলা আছে, ব্যথাও করছে। এই অবস্থায় আগামীকাল সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

গতকাল টনটনে নেটে মুস্তাফিজুর রহমানের বল এসে লাগে মুশফিকের ডান হাতে। প্রচণ্ড ব্যথায় অনুশীলন শেষ করেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। মুশফিককে নিয়ে কিছুটা আশার আলো দেখা গেলেও চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের।

এর আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানও চোট পেয়েছিলেন। তারা দুজনই অনুশীলনে ফিরেছেন। পাঁচ দিন বিশ্রামের পর গতকাল বাংলাদেশ দলের অনুশীলনে ফিরেন সাকিব। কার্ডিফে গত ৮ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিং চলাকালীন ঊরুতে চোট পেয়েছিলেন সাকিব।

অবশ্য তাঁর ইনজুরি খুব একটা গুরুতর ছিল না। তারপরও ১১ জুন ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামতেন না তিনি। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়।

প্রজন্মনিউজ২৪/মামুন

এ সম্পর্কিত খবর

অনুমতি ব্যতীত টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

গুচ্ছ গ্রামের এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

ঢাবির চারুকলা ইউনিটে পাশের হার ১১.৭৫ শতাংশ

ঢাবির খ ইউনিটে পাশের হার ১০%

ড.ইউনুসকে নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য মানহানিকর : আইনজীবী

বাংলা কলেজের ছাত্র না হয়েও তারা কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি

যুক্তরাষ্ট্রে তরুণ নিহতের ঘটনার বিচার চেয়েছে নতুনধারা

আজ শাকিব খানের জন্মদিন

খালেদা জিয়ার স্বাস্থ্য আবারও খারাপ, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ