আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯

পরিসংখ্যানে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ

প্রকাশিত: ১৫ জুন, ২০১৯ ০২:১৭:০৭

পরিসংখ্যানে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ

বিশ্বকাপের ২০তম ম্যাচে আজ (শনিবার) মুখোমুখি হচ্ছে শক্তিশালী অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদশ সময় বেলা সাড়ে ৩টায় লন্ডনের কেনিংটন ওভালে শুরু হবে খেলা। ম্যাচ শুরুর আগে ওয়ানডে ক্রিকেটে দল দুটির বেশ কিছু পরিসংখ্যান জেনে নেয়া যাক :

১. ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৯৬বারের মুখোমুখি দেখায় জয়ের পাল্লা ভারি অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কার ৩২ জয়ের বিপরীতে অসিদের জয় ৬০ ম্যাচে। আর বাকি ৪ ম্যাচ হয় পরিত্যক্ত।

২. বিশ্বকাপে মুখোমুখি দেখায়ও বেশ এগিয়ে অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৯ খেলার মধ্যে জয় তুলে নেয় ৭ ম্যাচে। অন্যদিকে মাত্র ১টি শেষ হাসি হাসতে পারে লঙ্কানরা। বাকি ম্যাচটি শেষ হয় ফলহীনভাবে।

৩. দলীয় সর্বোচ্চ

শ্রীলঙ্কা : ৩৪৩/৫, সিডনি, ২০০৩

অস্ট্রেলিয়া : ৩৭৬/৯, সিডনি ২০১৫

৪. দলীয় সর্বনিম্ন

শ্রীলঙ্কা : ৯১/১০, অ্যাডিলেইড, ১৯৮৫

অস্ট্রেলিয়া : ৭৪/১০, ব্রিসবেন, ২০১৩

৫. সর্বোচ্চ রান

কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ১৬৭৫ রান

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ১৬৪৯ রান

৬. সেরা ইনিংস

সনাৎ জয়সুরিয়া (শ্রীলঙ্কা)- ১২২ রান

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ১৬৩ রান

৭. সর্বোচ্চ উইকেট

মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)- ৪৮ উইকেট

ব্রেট লি (অস্ট্রেলিয়া)- ৩৮ উইকেট

৮. সেরা বোলিং

নুয়ার কুলাসেকারা (শ্রীলঙ্কা)- ৫/২২

মিচেল জনসন (অস্ট্রেলিয়া)- ৬/৩১

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ