বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী তরুণীকে হত্যা, অতঃপর ধর্ষণ

প্রকাশিত: ১২ জুন, ২০১৯ ০৩:৪৯:৫৬

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী তরুণীকে হত্যা, অতঃপর ধর্ষণ

নরসিংদীর শিবপুরে প্রতিবন্ধী তরুণীকে হত্যার পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তার দেয়া তথ্য মতে নিহতের মোবাইল ফোন-ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবে প্রেস কন্সফারেন্স করে এ তথ্য জানায় র্যাব-১১।

সংবাদ সম্মেলনে র্যাব-১১ অধিনায়ক শমসের উদ্দিন জানান, চলতি বছরের মার্চ মাসের দিকে শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের প্রতিবন্ধী সাবিনা আক্তার (২১) এর সাথে পরিচয় হয় একই উপজেলার দুলালপুর গ্রামের হানিফ ফকিরের ছেলে সাইফুল ইসলামের। এরপর সাবিনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৮ জুন বিয়ে করার উদ্যেশে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী কাজিরচর গ্রামের একটি কলা বাগানে নিয়ে যায়। সেখানে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরির চেষ্টা করে। কিন্তু বিয়ের আগে সাবিনা শারীরিক সম্পর্কে রাজি না হলে রাজি হয়নি সাবিনা। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর মৃত দেহে ধর্ষণ করে।

এ ঘটনায় নিহতের মা আফিয়া আক্তার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে শিবপুর থানায় মামলা দায়ের করেন। পরে র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে অভিযানে নামে র্যাব-১১ একটি বিশেষ দল।  এরই প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে শিবপুর কলেজ গেইট এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফুল হত্যা ও ধর্ষণের কথা স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন(পিপিএম)-ও উপস্থিত ছিলেন।

প্রজন্মনিউজ২৪/নাবিল

এ সম্পর্কিত খবর

মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের

তালাকের হার গ্রামে বেশি, বড় কারণ পরকীয়া

বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

নর্দান ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস পালিত

রাবিতে ৪৮ কোটি ৭ লাখ টাকার অডিট আপত্তি জানে না প্রশাসন

ইফতার পার্টি না করে সাধারণ মানুষের পাশে দাঁড়ান : প্রধানমন্ত্রী

পরিস্থিতি বিবেচনায় জাপানি শিশুদের ভাগাভাগি করা হয়েছে : হাইকোর্ট

রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববীতে ১ কোটিরও বেশি মুসল্লি

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

পোষাক শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ৫ দলীয় বাম জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ