চাঁদের জন্ম হয়েছিল কীভাবে?

প্রকাশিত: ০৫ জুন, ২০১৯ ০৯:০৪:২৩

চাঁদের জন্ম হয়েছিল কীভাবে?

চাঁদ নিয়ে পৃথিবীর মানুষের যে কৌতুহল সেটা অন্য কোন উপগ্রহ বা গ্রহের ক্ষেত্রে হয়নি। রাতের আকাশে চাঁদের সৌন্দর্যে বিমোহিত হননি এমন মানুষ বিরল। এ চাঁদ নিয়ে রচিত হয়েছে অসংখ্য কবিতা, গল্প, গান ও লোককথা। তবে কীভাবে জন্ম হয়েছিল এ চাঁদের সেটা জানেন কি?

চাঁদ থেকে আনা পাথর বিশ্লেষণ করে সম্প্রতি বিজ্ঞানীরা চাঁদের জন্ম সম্পর্কে তথ্য দিলেন। সম্প্রতি এক গবেষনায় জানানো হয়েছে ৪৫০ কোটি বছর আগে পৃথিবীর বুকে মঙ্গল গ্রহের আয়তনের একটি গ্রহ আছড়ে পড়েছিল। এর ফলেই চাঁদের জন্ম হয়েছিল।

চিনের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নাসা-র তিনটি চন্দ্র পৃষ্ঠ থেকে আনা পাথর বিশ্লেষণ করে সেখানে ক্লোরিন আইসোটপের সন্ধান পেয়েছেন। যা শুধুমাত্র উচ্চমানের সংঘাতে তৈরি হয়।

এক বিশাল সংঘাতের ফলেই চাঁদ তৈরি হয়েছিল বলে জানিয়েছেন সেই গবেষণা দলের এক বিজ্ঞানী।

নতুন এই গবেষনার ফলে চাঁদের জন্মের ইতিহাস সম্পর্কে নতুন দিগন্ত খুলে গেল।

বিশাল এই ধাক্কা তত্বের ফলে একাধিক প্রশ্নের উত্তর পাওয়া গেল। চাঁদের কক্ষপথে ঘোরার গতি ও পৃথিবীর তুলনার বিশালা আকারের উত্তর পাওয়া গেল এই গবেষনার ফলে, জানিয়েছেন এক বিজ্ঞানী।
সূত্র: এনডিটিভি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ