ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

প্রকাশিত: ০২ জুন, ২০১৯ ০৩:৩৮:২৩

ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

ঈদুল ফিতরের প্রধান জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেছেন, 'আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন আছে। নরমাল বৃষ্টিতে কোনো সমস্যা হবে না।'

রোববার (২ জুন) দুপুরে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন মেয়র। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, 'যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় তাহলে প্রধান জামায়াত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।'

যেহেতু বর্ষা মৌসুম তাই সেভাবেই প্রস্তুতি রাখা হয়েছে জানিয়ে মেয়র বলেন, 'অতি বর্ষণ না হলে কোনো সমস্যা হবে না। এবার জাতীয় ঈদগাহ এক লাখ মুসল্লির নামাজের সুব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে ৫ হাজার নারী মুসল্লির ব্যবস্থা থাকবে।'

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, 'আপনারা ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে চলে আসুন।'

এদিকে ঈদের জামায়াতের জন্য ত্রিপলসহ সামিয়ানা টাঙানো হয়েছে। পর্যাপ্ত লাইট ফ্যান রাখা হয়েছে। এক সঙ্গে ১৪০ জন মুসল্লি ওযু করতে পারবে সেই ব্যবস্থাও রয়েছে।

ঈদগাহে প্রবেশ করতে যেন দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে মেয়র বলেন, 'পর্যাপ্ত গেট রাখতে বলা হয়েছে। কেউ যেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।'

প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিসহ ভিআইপিগণ নামাজ আদায় করবেন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ