আইসিসি ওয়াল্ডকাপ ২০১৯

যেভাবে দেখবেন অনলাইনে বিশ্বকাপের সব খেলা

প্রকাশিত: ২৭ মে, ২০১৯ ০৩:৪৮:৫৮

যেভাবে দেখবেন অনলাইনে বিশ্বকাপের সব খেলা

 

৩০ মে থেকে শুরু হচ্ছে ক্রিকেট যুদ্ধে মাতবে বিশ্ব। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ১০ দল। শিরোপাপ্রত্যাশী হিসাবে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছে বিশ্লেষকরা। এদিকে বাংলাদেশ দলের আপাতত লক্ষ্য সেমিফাইনাল। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন টাইগার অধিপতি।

আগামী ২ জুন শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। তার আগে ২৮ জুন প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে তামিম-মুশফিকরা। ৩০ মে থেকে শুরু হয়ে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।

ইতিমধ্যে সবরকম প্রস্তুতি শেষ। এবার বিশ্বকাপে বাড়তি আনন্দ হিসাবে যোগ হয়েছে অনলাইনে খেলা দেখার সুযোগ। জানা গেছে, আইসিসির বাংলাদেশ অঞ্চলের ডিজিটাল ব্রডকাস্টিং পার্টনার ‘র‌্যাবিটহোল বিডি’ বিশ্বকাপের প্রতিটি ম্যাচ অনলাইনে বাংলাদেশে দেখানোর একমাত্র স্বত্ব পেয়েছে। তাদের মাধ্যমে অনলাইনে দেখা যাবে বিশ্বকাপের পুরো আসরটি। http://www.rabbitholebd.com/ এ সাইটে গিয়ে প্রতিটি খেলা দর্শকরা উপভোগ করতে পারবেন।

আর এর জন্য বাড়তি কোনো খরচ করতে হবে না দর্শকদের। শুধু লগ-ইন করেই বিনামূল্যে খেলা দেখা যাবে। এর জন্য মেইল আইডি কিংবা ফোন নাম্বার দিয়েই নিবন্ধন করা যাবে। এছাড়া ফেসবুক কিংবা জি-মেইল আইডি ব্যবহার করেও নিবন্ধন করা যাবে।

এর আগে র‌্যাবিটহোল ঘরোয়া ক্রিকেট প্রচার করলেও এবারই প্রথম বিশ্বকাপের মতো আসরে স্বত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের জুনে র‌্যাবিটহোল বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজ দিয়ে প্রথমবারের মতো তাদের অফিসিয়াল ওয়েবসাইট সম্প্রচার করে।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ