ভেজাল পন্য উৎপাদনের দায়ে বেকারী মালিককে জরিমানা

প্রকাশিত: ২৫ মে, ২০১৯ ০২:৫৮:৪০

ভেজাল পন্য উৎপাদনের দায়ে বেকারী মালিককে জরিমানা

মোঃ শরিফুজ্জামান, দিনাজপুরঃ দিনাজপুর সদর উপজেলায় স্বনামধন্য রোলেক্স বেকারীকে ৬ লক্ষ টাকা জরিমানা,অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর র‍্যাব ১৩ এর অভিযানে ফোর্সের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে ২৪ মে ২০১৯ খ্রিঃ বিকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন গোসাইপুর এলাকায় অবস্থিত রোলেক্স বেকারীর কারখানায় অভিযান পরিচালনা করেন।

কারখানার মালিক মোঃ আশরাফুল ইসলামকে খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ, বিষাক্ত কেমিক্যাল মজুদ ও মেয়াদ উত্তির্ণ সেমাই মজুদ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরী এবং ভেজাল বেকারী পন্য উৎপাদন বাজারজাত ও বিপণনের অভিযোগে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারা মোতাবেক নগদ ৬ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করেন।

এছাড়াও প্রায় ১০ লক্ষ টাকা সমমুল্যের বিষাক্ত কেমিক্যাল ও মেয়াদ উর্ত্তিণ সেমাই জব্দ করে তা ধ্বংস করেন।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ