অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের চাবিকাঠি স্পিন: পন্টিং'র

প্রকাশিত: ২৪ মে, ২০১৯ ০২:২৪:০০ || পরিবর্তিত: ২৪ মে, ২০১৯ ০২:২৪:০০

অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের চাবিকাঠি স্পিন: পন্টিং'র

অস্ট্রেলিয়ার ৬ নম্বর বিশ্বকাপ জয়ের মাঝখানে দাঁড়িয়ে স্পিন। এমনই মনে করছেন বিশ্বজয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং। তার বক্তব্য, 'অস্ট্রেলিয়া বিশ্বকাপে কেমন ফল করবে সেটা দু'টো বিষয়ের উপর নির্ভর করছে। এক- অস্ট্রেলিয়া স্পিন বোলিংটা কেমন করবে। দুই- ব্যাটসম্যানরা স্পিন বোলিংটা কেমন খেলবে।'

স্পিন ব্রিগেডে ব্যাগি গ্রিন বাহিনীর জোড়া বাজি নাথন লায়ন এবং অ্যাডাম জাম্পা। তৃতীয় স্পিনার হিসেবে আছেন গ্লেন ম্যাক্সওয়েলও। পন্টিংয়ের কথায়, 'এখন জাম্পা খুব ভালো বোলিং করছে। লায়নের মতো অভিজ্ঞ বোলার টিমে রয়েছে। এছাড়া ম্যাক্সওয়েল বরাবরই স্পিন বিভাগের হয়ে যেখানে যখন সুযোগ পেয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।'

পন্টিং জোর দিয়ে বলেন, ব্যাটসম্যানদের স্পিন খেলার দক্ষতার উপরও অনেক কিছু নির্ভর করছে। তার বক্তব্য, 'আগে আমাদের ব্যাটসম্যানরা যা স্পিন খেলত, এখন তার থেকে অনেক ভালো খেলতে পারে। ওয়ার্নার আর স্মিথ ফিরে আসায় মিডল অর্ডার এখন অনেক শক্তিশালী। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে খেলার ব্যাপারে।'

আসলে স্মিথ-ওয়ার্নারকে নিয়ে স্বপ্ন দেখছেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ পন্টিং। তবে তিনি মানছেন, স্মিথ এখনও ১০০ শতাংশ ফিট নন। পন্টিং জানান, 'দু'জনই ভালো খেলছে। আবার মনে হয়, এখনও ১০০ শতাংশ ফিট নয় স্মিথ। তবে চূড়ান্ত ফিটনেসের থেকে খুব বেশি দূরে নেই সে। কিন্তু ওয়ার্নার দারুণ ফর্মে আছে। ব্যাটসম্যান হিসেবে আইপিএলে রীতিমতো আধিপত্য দেখিয়েছে।'

পন্টিং নিজেই জানিয়েছেন, নিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়া কাপ জেতার জন্য মুখিয়ে আছে। তিনিও অতীতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতার স্মৃতি ভাগ করে নিচ্ছেন বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে।

প্রজন্মনিউজ২৪/নাবিল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ