পিছিয়ে পড়েছেন মুনমুন, এগিয়ে দেব, নুসরাত, মিমি

প্রকাশিত: ২৩ মে, ২০১৯ ০১:২৯:২০

পিছিয়ে পড়েছেন মুনমুন, এগিয়ে দেব, নুসরাত, মিমি

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল বের হতেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে নেমেছে বিষাদের ছায়া। তৃণমূলের প্রতীক ‘ঘাসফুল’কে রীতিমতো টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে বিজেপির ‘পদ্মফুল’। যদিও চলছে গণনা। পশ্চিমবঙ্গে তারকা প্রার্থীদের মধ্যে বড় ব্যবধানে পিছিয়ে আছেন সুচিত্রা সেনের মেয়ে অভিনেত্রী মুনমুন সেন। তৃণমূলের ওই প্রার্থীকে পেছনে ফেলেছেন তারকা সংগীতশিল্পী বিজেপির বাবুল সুপ্রিয়।

আসানসোল কেন্দ্রে মুনমুনের চেয়ে ৫৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন বাবুল সুপ্রিয়। ওই আসনের বর্তমান সংসদ সদস্য তিনি। তারকা অভিনেতা দেব অবশ্য এগিয়ে আছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব ঘাটাল কেন্দ্রে আট হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন। ওই আসনে দেবের প্রতিদ্বন্দ্বী সাবেক পুলিশ কর্মকর্তা বিজেপির ভারতী ঘোষ। অভিনেত্রী নুসরাত জাহানও এগিয়ে আছেন।

বসিরহাটে তৃণমূলের নুসরাত বিজেপির সায়ন্তন বসুর চেয়েও ৩৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন। যাদবপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূলের অপর এক অভিনেত্রী প্রার্থী মিমি চক্রবর্তী। বীরভূম কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায় তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের থেকে ২৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বারবার জোর গলায় দাবি করেছিলেন, এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের ৪২টিই দখলে নেবে তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে কেন্দ্রে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণা ভোটের ফল বের হতেই ডাহা ভুল বলে প্রমাণিত হলো। 

পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ২৫ টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ১৬টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে। বামেরা একটি আসনেও খাতা খুলতে পারেনি। রাজ্যে বিজেপির ১৬টি আসনে জয়ের সম্ভাবনা দেখা দিতেই কলকাতার রাজপথে নেমে পড়েছেন বিজেপি সমর্থকরা। রাস্তায় নেমে মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত



ব্রেকিং নিউজ