দিনাজপুরে বিভিন্ন জাতের লিচুর ক্রয় বিক্রয় শুরু

প্রকাশিত: ২০ মে, ২০১৯ ০৪:৩০:১০

দিনাজপুরে বিভিন্ন জাতের লিচুর ক্রয় বিক্রয় শুরু

মোঃ শরিফুজ্জামান, দিনাজপুরঃ লিচু দিয়ে বিখ্যাত দিনাজপুর জেলা। সবচেয়ে জনপ্রিয় লিচুর স্থান হল এই দিনাজপুর। এখানে বিভিন্ন ক্রেতারা লিচু ক্রয় করে থাকে। লাল টসটসে অনন্য স্বাদের দিনাজপুরের এই লিচু এখন বাজারে।

জমে উঠেছে দিনাজপুরের লিচুর বাজার। অন্য রকম মিষ্টি আর বর্নিল মনকাড়া দৃষ্টি নন্দন রসে টইটম্বুর দিনাজপুরের লিচু। দিনাজপুরে বিভিন্ন জাতের লিচুর চাষ হয়। এসব জাতের মধ্যে রয়েছে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না থ্রি আর কাঁঠালি লিচু। লিচু বাগানে মৌ মৌ সুগন্ধে মাতাল করেছে মানুষদের।

পর্যায় ক্রমে বিভিন্ন জাতের পাকা লিচু বাজারে আসতে শুরু করায় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও ফরিয়ারা ব্যস্ত হয়ে পড়েছেন। দিনাজপুর জেলার ১৩টি উপজেলা জুড়ে লিচুর চাষ হয়ে থাকে। তার মধ্যে বিরল ও দিনাজপুর সদর উপজেলার লিচু সু-স্বাদু ও উন্নত মানের। এ এলাকার লিচুর গুণ ও মানে চাহিদা দেশ জুড়ে।

বিরল উপজেলার মাধববাটীতে ও সদর উপজেলার মাশিমপুরে দেশের উৎকৃষ্টমানের লিচু উৎপাদন করে লিচু চাষিগণ। দিনাজপুরের বিখ্যাত লিচুর বাজার হল কালিতলা লিচুর বাজার। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় লিচু রপ্তানি হয়।

প্রজন্মনিউজ২৪/মুজাহিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ