নেপালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫,২৮ জন

প্রকাশিত: ১৯ মে, ২০১৯ ০৫:০৩:২৮

নেপালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫,২৮ জন

নেপালের দাদিং জেলার একটি নদীতে একটি বাস পড়ে গেলে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন।

কাকরভিট্টা থেকে রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার পথে রবিবার ওই বাসটি ত্রিশূলী নদীর ৬০ মিটার গভীরে ডুবে গেল এই হতাহতের ঘটনা ঘটে।

নেপালের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার সকাল ৬টায় পৃথিবী মহাসড়ক থেকে নদীতে পড়ে যায় ওই বাসটি। এসময় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ সুপার রাজকুমার বাইদওয়ার বলেছেন, এ ঘটনায় একজন নারী ও চারজন পুরুষের মৃত্যু হয়েছে। তবে ওই ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। আহতদের মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি ১৪ জনকে দাদাং জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ওই বাসের চালক পালিয়ে যায় বলে খবরে বলা হয়েছে।

প্রজন্মনিউজ২৪/নাবিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ