ঘরের ওপর গাছ পড়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১৯ মে, ২০১৯ ০৪:২৪:৫৪

ঘরের ওপর গাছ পড়ে কৃষকের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রবিবার ভোরের দিকে ঝড়ে ঘরের ওপর তালগাছ ভেঙে পড়ে হারেছ মিয়া (৩৫) নামে এক কৃষকের গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।  রবিবার (১৯ মে) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কৃষক হারেছ মিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত অফিজ মিয়ার ছেলে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কৃষক হারেছ পাশের কাউরাট গ্রামে তার শ্বশুরবাড়িতে ধান কাটতে গিয়েছিলেন। ঘটনার দিন রাতে তিনি শ্বশুর বাড়িতেই ছিলেন। ভোরের দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের পাশের  একটি তালগাছ ভেঙে ঘরের উপর পড়ে। এ সময় হারেছ মিয়া ঘুমন্ত অবস্থায় ঘরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে আহত হারেছকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে রবিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজীর এর  সত্যতা নিশ্চিত করে বলেন, গাছটি অনেক পুরোনো ছিল। তবে এ ঘটনায় আর কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রজন্মনিউজ২৪/মুজাহিদ

 

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ