ফাবিয়ানকেই টার্গেট করেছিলাম মোসাদ্দেক

প্রকাশিত: ১৮ মে, ২০১৯ ০২:৫৭:৪৬

ফাবিয়ানকেই টার্গেট করেছিলাম মোসাদ্দেক

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট উইন্ডিজ গুঁড়িয়ে দিয়েছে টাইগাররা। শিরোপা নির্ধারণী ম্যাচে বৃষ্টি আইনে ২৪ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২১০ রান। জবাবে ব্যাট করতে নেমে ২২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ দল।

টাইগারদের এই জয়ের পেছনে অনবদ্য অবদান রাখেন মোসাদ্দেক। ২৪ বলে ২ চার ও ৫ ছয়ে ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। এরই ফলে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।

এদিন ম্যাচের ২২তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডার বল তুলে দিলেন ফাবিয়ান অ্যালেনকে। মোসাদ্দেক টার্গেট করেন তাকে। ফাবিয়ানের সেই ওভারের প্রথম চার বলে তিন ছক্কা ও এক চার মেরে জয়টা হাতের নাগালে নিয়ে আসেন। পাশাপাশি ২৪ বলে ফিফটি পূর্ণ করেন। অ্যালেনের ওই ওভারে মোট ২৫ রান তোলে সৈকত ও মাহমুদউল্লাহ।

ম্যাচ শেষে মোসাদ্দেক বলেন, ‘আমাদের তখন ১৮ বলে ২৭ রান প্রয়োজন ছিল। আমরা ফাবিয়ানের ওই ওভারটা টার্গেট করেছিলাম। ওই ওভারটায় রান তুলে আমারা নিজেদের এগিয়ে রাখতে চেয়েছিলাম। আমার পরে সাইফ উদ্দিন, মিরাজ ও মাশরাফি ভাই ছিলেন। মাশরাফি ভাইও কিন্তু বিগ হিট খেলতে পারেন। তবে আমাদের লক্ষ্য ছিল ম্যাচ শেষ করে আসা। আসলে আমি মনে করি সবাই বুঝেছিল যে ওই ওভারেই আমরা আমাদের কাজ শেষ করেছি। ওই ওভারটাই ছিল টার্নিং পয়েন্ট।

ভবিষ্যতেও তিনি এভাবেই আগ্রাসী ও ইতিবাচক ব্যাটিং করতে চান, ‘আসলে ম্যাচের ওই পরিস্থিতিতে আমাকে ইতিবাচক ক্রিকেটাই খেলতে হত। আমি বলের মেরিট বুঝে সেটা খেলার চেষ্টা করেছি। আমি মনে করি ইংল্যান্ডে আমরা এর চেয়ে ভালো উইকেটে খেলব। লেট অর্ডারে নেমে আমি এভাবেই খেলার চেষ্টা করব। যেটা আমাদের জয়ের ক্ষেত্রে সহায়ক হবে।

প্রজন্মনিউজ২৪/মামুন

এ সম্পর্কিত খবর

ঈশ্বরদী জংশনে সাহরিতে ট্রেন যাত্রীদের পকেট কাটলো দোকানিরা

পিতাকে মারধরের মামলায় জামিনে ছেলেরা, ফের জীবননাশের হুমকি

তিস্তা ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শেখ হাসিনার শাসনামলে নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত: রিজভী

পবিপ্রবিতে বিজনেস প্রিমিয়ার লীগের শিরোপা মার্ভেলাস মার্কেটিং

কুমিল্লা হারের কারণ জানাল কোচ সালাউদ্দিন

শিক্ষার্থীরা উশৃঙ্খল আচরন করায় চুল কেটে দিলেন শিক্ষিকা

গাংনীতে তামাক ক্ষেত কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

সরকার দেশকে ‘জোর যার মুল্লুক তার’বানিয়েছে: খুলনা বিএনপি

পাবনায় ভুয়া জেল সুপার ও পুলিশ কর্মকর্তা পরিচয়দাতা ২ জন গ্রেপ্তার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন