টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৭ মে, ২০১৯ ০৩:৩১:৫৮

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একদল কোনো সিরিজ বা টুর্নামেন্ট জেতে না গত পাঁচ বছর ধরে, অন্য দল টানা ৬টি ফাইনাল খেলেও পায়নি বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জেতার স্বাদ- দুই দল আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে, মালাহাইডের দ্য ভিলেজ মাঠে।

যেখানে দুই দলেরই লক্ষ্য অভিন্ন শিরোপা জয়। তবে তার চেয়েও বড় লক্ষ্য বিশ্বকাপের আগে জয় দিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়া। এমন পরিস্থিতি সামনে রেখেই মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচটিতে পুরো সিরিজের প্রথমবারের মতো টস ভাগ্য হেসেছে মাশরাফি বিন মর্তুজার পক্ষে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করার।

বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবে ক্যারিবীয়রা। রবিন লিগে দুই দলের মুখোমুখি দুই সাক্ষাতেই জিতেছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর, দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ