শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী মাশরাফি

প্রকাশিত: ১৬ মে, ২০১৯ ০৫:৫৫:৪৫ || পরিবর্তিত: ১৬ মে, ২০১৯ ০৫:৫৫:৪৫

শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী মাশরাফি

বাংলাদেশকে ২৯২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আয়ারল্যান্ড। প্রতিপক্ষ যত ছোটই হোক না কেন, এ রান টপকে জেতা সহজ নয়। সেই কঠিন লক্ষ্যকে অনায়াসে তাড়া করেছে টাইগাররা। তুলে নিয়েছে ৬ উইকেটের দুর্দান্ত জয়। চলতি ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ। অপরাজেয় থাকার মিশনে এবার নজর ফাইনালে।

এ নিয়ে ‘ফাইনাল’ বার্তাও দিয়েছেন দলপতি মাশরাফি বিন মুর্তজা। বুধবার আয়ারল্যান্ডকে উড়িয়ে দেয়ার পর তিনি বলেন, এ উইকেটে এমন টার্গেট তাড়া করা যাবে তা আমরা জানতাম। দলের সবাই আত্মবিশ্বাসী ছিল। সিরিজে টপঅর্ডাররা দারুণ করছে।

এ ম্যাচেও তারা ভালো খেলেছে। বোলিংয়ে আবু (জায়েদ রাহী) দুর্দান্ত ছিল। আমরা টানা তিন ম্যাচ জিতেছি। ফাইনাল নিয়ে অবশ্যই আত্মবিশ্বাসী। শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী। এদিন বোলিংয়ে ৫ উইকেট শিকার করেন জায়েদ। ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন লিটন, তামিম ও সাকিব। ৩৫ করে করেন মুশফিক-মাহমুদউল্লাহ।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ